এই পৃথিবী কোন এক অজানা কারনে
রক্ত চায়েছে যুগে যুগে।
দূর্গ থেকে ধেয়ে আসা কোষবন্ধ
তরবারির আঘাতে কাটা পড়ল
সভ্যতার মস্তক।
কত শিরোস্ত্রাণ যে
বিচূর্ন হল -তার কোন ইয়ত্তা নেই!
সেই রক্তিম ফোঁটা গুলো -
উর্বর করেছে বসুধাকে।
করেছে আজকের বসবাসোপযোগী
সুন্দর,শান্ত ভ্রমর কুঞ্জের আবাস।
তবুও সে নয় ক্ষান্ত !
আক্রান্ত!

★★