আঁধারের নীরবতা ভেংগে যেদিন আসবে
সূর্যরশ্মি এ ভূমে মানবের রূপে
দূর হবে কুচ বরণ দুষ্ট আত্মা
সকল অপ, দুরাত্মারা বন্দী হবে যেদিন,
নিক্ষিপ্ত হবে অন্ধকার কূপে।
সেদিন কিছু রজনীগন্ধার প্রতীক্ষার
অবসান হবে। সৌরভে মুখরিত হবে
চারপাশ, ইট-ইমারত গুলো অভিশাপ থেকে মুক্তি পাবে-অপচ্ছায়া থেকে। অনিয়ম গুলো শৃঙ্খলা ফিরে পাবে।
সেদিন কিছু রজনীগন্ধার অপেক্ষার
অবসান হবে।