"দৈবচয়ন"
আজ না হয় তুমি জিতলে
আগামীকালটা আমার
জেনে রেখ, লিখে রেখ
সহস্রবার, শতবার।
"ফাঁদ "
আমিই আমার শত্রু
দৈন্য, গর্ব, ক্রোধ,কাম, মোহ
আমাকেই ঘিরে ব্যাপৃত
অন্দরে তাই দ্রোহ।
****************
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.