" অপ্রিয় সত্য"
যদি ভাল না-ই লাগে তবে
তুমি বেশী আবেগী,আচ্ছাদিত চাদরে
ওঠ! ওঠ! চেয়ে দেখ নগন্যের দল
পড়ে আছে পাথরে।
" যন্ত্র মানব "
অচেতনতার মাইক্রো চিপ অন্তরে লাগিয়ে
ঘুরছ বহুকাল। এখনো ঘুরছো ত ঘুরছই
জগতের বাইরের খবর রেখেছ কি?
দেখেছ কি নয়নও মেলে, উজাড় হস্তে!