"যাত্রা"

অপেক্ষার প্রহর নাহি হয় শেষ
তাতে দুশ্চিন্তার রেখাপাত;
অনাত্মীয়ের শবদাহের শব্দ বাজে
হৃদয়ও গহীনে, এই গৃহহীনের!



" আগুন আগুন খেলা "

চোখে বেঁধে কালো পট্টি
তুমি খেলেছিলে আগুন লয়ে
শত বার,  অনেক বার পুড়েছিলে,জ্বলেছিলে
সেজেছিলে ছাই-ভষ্মে!