"বৈভব"

অর্থের নেশায় হারাইলে স্বজন
দূরে ঠেলে দিলে - জীবনও,
ভেবোনা এই শেষ
চক্রের  আছে বাকী এখনও!

"পুতুল "

ছোট্ট বেলার খেলার সাথী
হারিয়ে গেছে আজি,
নেই কাছে তাই, অপলক চোখে
নির্ঘুম রাত জাগি!