পঞ্চাশের দেহ!
পঞ্চাশে পড়ে তিপ্পান্ন ;
হয়ে দাঁড়িয়ে রয় ঠায়,
বেগতিক কামড় মজ্জা সন্ধি- যুগলে
দিশেহারা বোধে, না পাই কিছু নাগালে।
চুয়ান্নে মিতব্যয়ী
কথায়-কর্ম যজ্ঞে,
ফেনিল আকাশ, বারংবারের উচ্চারনে-
জ্বি হুজুর! আজ্ঞে!
পঞ্চান্নে অবসর
অখন্ড তাই পাওয়া,
অনন্ত ভ্রু কুঞ্চন, তেতো কথা
যেন পাল বদলের হাওয়া।
ছাপ্পান্ন হইলো, কিয়দংশ বাকী
পরিনতির নেইকো ঢের দেরি।
নেত্র হলো শান্ত তাই, বাহুর উন্মীলন
উপযোগী তাই পারাপারের ফেরি।
*******