ছায়াবাজি, রামধনু রাংগা মেঘমালা,
গুনটানা, নৌকায় আসর -পালা।
প্রাচীন জালে ধরা পড়া সুখ,
ভাগাভাগির কবলে অচিন্ত্যের দুখ।
বিতৃষ্ণা শেষে ছুটে চলা স্টীমার,
পাথর ঘেরা চারপাশ - আমার।
ছায়াবাজি, প্রাক্কালের বিজলীর ন্যায়,
তৃনলতা গজে ওঠে, জলদ কাঁপায়।
তারি বুক চিরে বহে, প্রেম-সাম্পান,
একেলা পাড়ে বসে, উন্মত্ত পরাণ।
********---*******-----*****-----***