দেখতে দেখতে দু মাস গেল,
লক ডাউনে কত লোক মরল।
কত যে মানুষ চাকরি খোয়াল,
মা-বাপ-ভাই-বোন হারাল।
বিধির লিখন, যায়না খন্ডন,
তবুও মানুষ মানুষে বন্ধন।
সেলাম তোমাদের যারা অকুতোভয়,
সামনে দাঁড়িয়ে মৃত্যুকে করেছ জয়।
ডাক্তার,পুলিশ ভাইদের শ্রদ্ধা,
তোমরা ফ্রন্ট লাইনের যোদ্ধা।
আজ বিনিদ্র অনেকের চোখের পাতা,
অনেক হিসেবের শূন্য খাতা।
জীবন জীবনের জন্য,
মানুষ মানুষের জন্য।
নয় সে কোন পন্য,
জীবন হোক মানব ধারায় ধন্য।