কত শত কন্টকাকীর্ণ পথ
সামনে, রক্ত ঝরেছে তাতে
যখন তখন।
সকল বাঁধা বিপত্তি জয় করে
আঁধারের শুন্যতায় সঁপে দিয়ে
নিজেকে,
সয়ে নিয়ে তিক্ততা-বিস্বাদ
পাবেই তবে মুক্তির স্বাদ।
প্রত্যয়ের আনন্দ-আহলাদ!