তোমার অর্ধেক তোমার থাক
আমারটা আমার।
আমার অর্ধেক আমারই থাক
তুমি আমাকে দেখনি,হয়তবা দেখেছ
মনের ভুলে,কিন্ত ভাবনি।
আর আমি?.... উল্টোটা।
তোমার অর্ধেক তোমার থাক
আমারটা আমার।
তোমাকে আমি দেখেছি,ভেবেছি,মিশেছি
তাতে একাকার হয়েছি।
আর তুমি?..... উল্টোটা।
তোমার অর্ধেক তোমার থাক
আমারটা আমার।
তোমার অর্ধেকে এখন অন্যের ভাগ
সেও কি আমার মত তোমায় দেখেছে,ভেবেছে
আর মিশেছে?
আমি ত দেখেছি- দূর হতে,কাছে থেকে,আরো কাছ থেকে।
আর তুমি?..... উল্টোটা।
তোমার অর্ধেক তোমার থাক
আমারটা আমার।
তোমার অর্ধেক আমি চাইতে আসব না
আমারটা রেখে দিলাম আমার কাছে,যতনে।
যদি কখনো তোমার 'অর্ধেক' হারিয়ে যায়
তবে নিয়ে যেও ; আমি কার্পণ্য করব না!