" নীল-নেশা "
জাহাজে যার জন্ম-মৃত্যু
তার কাছে জীবনের মানে
নীলে নীলে একাকার হওয়া
সমুদ্রের বিশাল ঢেউএর গর্জনে।
"প্রতিবিম্ব"
আলোকের বিপরীতে দাঁড়াই
বিম্ব পাই।
পরাবাস্তব, অশরীরী খেলা করে তাতে
বারে বারে ফিরে যাই।
"আচ্ছাদন"
খড়-কুটা নয়ত পলিথিন
হাজারো পলিসির প্রসব বেদনা প্রতিদিন
জন্মায় এমন কোটি বাঁধন।
সড়কে,লাল-নীল রঙের আচ্ছাদন।