'দংশন'

সর্বশেষ খবরেও মৃত্যু
পথভ্রষ্টতায় রয়েছে কর্তাগণ।
তুচ্ছেরা আজ অবহেলিত
যাচিছে জীবন মরণপণ।

'নিঃসঙ্গ '

সবই আছে, সবই নেই
বাকরুদ্ধ বাস্তুসংস্থান!
নিভৃতে, নিঃসংকোচে
মাহুতের প্রস্থান।

'উষা'

লগন শেষে যেমন আসে উষার বারতা
লগ্নপুজারীর শান্তমনে প্রশান্তির নিরবতা
যেমন,বাজে ঘন্টা ঢিং ঢিং ঢিং - সমীরন
বহে, ওড়ে তাতে শুভ্র কেশ বা কুচ বরণ।