আলো-আঁধারের প্রগাঢ়তার মাঝে
ঝাপসা মুখ,তার ললাট উন্মুক্ত।
দীর্ঘ দেহ, প্রমত্ত ঢেউয়ের মত শায়িত।
ফিকে হাসি কি তাচ্ছিল্যের?
জিজ্ঞাসা সর্বজনের।
শেষ দেখা।
খানিক বাদেই অবসান -সব বন্ধনের
যাত্রা -অনিশ্চিত গন্তব্যের।
সে যাত্রা চিরায়ত, চিরন্তন, অন্তিম
পড়ে থাকবে পৃথিবীর মায়া-
এ কেমন আসা আর যাওয়া?
******************