বুকের ভিতর যে নীল নদ বহে চলে
তার খোঁজ ত কেউ নিল না
পরম স্নেহে কেউ ত সে জলে
হাত রেখে বলল না -
অনেক হয়েছে, এবার থামো।
গিরিখাদগুলোর মাঝ দিয়ে যে ছোট ছোট
দুঃখ নদী গুলো বহে চলে
তাতে ত কেউ গা ভিজাল না
তাতে স্নান করে কেউ ত বলল না-
অনেক হয়েছে, এবার থামো।
জটিল সমীকরণ গুলোর সমাধান অন্তে
ক্ষুদ্র মন ভোলানোর দোলাচলে
যে অনুভূতিগুলো ফুল ফোটায়
তার সুবাস নিয়ে কেউ ত বলল না-
অনেক হয়েছে, এবার থামো।
কোন বর্ষাস্নাত সন্ধ্যার প্রথম আলাপের প্রাক্কালে
বিশেষ ভাললাগার পরিপূর্নতায়
বেখেয়ালে সময়ের বিচ্ছিন্নতায়
চোখে চোখ রেখে কেউ ত বলল না-
অনেক হয়েছে, এবার থামো।