অনেক গরম পড়েছে রে ভাই!
পথ হারায়ে কোন বনে যাই
দিকবিদিক ছুটে বেড়াই
হচ্ছি গলে হাওয়াই মিঠাই!
অনেক গরম পড়েছে রে ভাই!
ভাজা পোড়ার কমতি নাই,
মনের কথা কি আর কই
তার  চাওয়ার শেষ ত নাই
অনেক গরম পড়েছে রে ভাই!
ক্যাচক্যাচানির শেষ নাই
আষাঢ়ে বৃষ্টির দেখা নাই
গোমড়া মেঘের বালাই চাই
অনেক গরম পড়েছে রে ভাই!
আমি কই -" ধুর ছাই"
দেশ ছাইড়ে হিমালয়ে যাই।

মানুষের ছুটাছুটি দেখতে পাই
ছোট বড় মধ্যবয়স্ক তাই
সব এক্কেরে তটস্থ হই।
হাত পাখা আর চলে না যেই
ঘুমে ঢুলুনির সুখ যে পাই
অনেক গরম পড়েছে রে ভাই!
সূর্যব্যাটা অস্তাচলে যাই
তাও কমেনা তেজ রে ভাই
গরমেতে হাস ফাস রে ভাই
পথ হারায়ে কোন বনে যাই।

অনেক গরম পড়েছে রে ভাই!
কপোত-কপোতীরা ঘরেতে তাই।
দাদা-দিদিরা উঠোন মাদুরে
অতীত ঘাটছে যত ইচ্ছে-তাই
হাসাহাসি আর ঠাট্টার আড়ালে
শ্রমজীবীর জীবন যায়
ঘাম লেপ্টা শরীর নিয়ে
রাত্রি বেলাই নিদ্রা যায়।

অনেক গরম পড়েছে রে ভাই!
চিন্তা ভাবনার সময় নাই
বাদল দিনের আশায় তাই
দিন গুনে যাই ,দিন গুনে যাই।

****************†************