আজ মোহাচ্ছন্ন চোখের পলক
ছোট্ট সে চার ইঞ্চিতেই
অপার সুখ যে কি আছে তাতে
অগ্রাহ্য সব কিছুকেই।

পণ্ডিত,বোদ্ধা, জ্ঞানপাপী কত
ক্ষণিকের তারল্যতা যত
উগরে দিচ্ছে যার আছে যত
শত মত,শত পথ যত্র তত্র হত।

লক্ষ কবির হাজার বোঝা
কান্না ভেজা অশ্রুর রেখা
রবি,শশীরা আজ দূর পরবাসে
নয়ত পুরোনো কোন বইয়ের ভাঁজে।

'হার্ড' থেকে সব 'সফট' শুনি
সাথে ভালোলাগাগুলোর ছটফটানি
চোখের পলকও আজ হয়েছে কৃপণ
এ কেমন আধ-মরা দিন যাপন।

যন্ত্র প্রেমে অন্ধ মানুষ
গাছগুলো তাই নিরব, কান্না পুষে রেখে
আমি একাই চেয়ে রই
অলৌকিকের ছোবল থেকে।