বুকের ভেতর একটা ঘর
তারকাঁটা দিয়ে জড়ানো যার,
ইঞ্চি ইঞ্চি বাঁধানো তার
অচিন এক লাশকাটা ঘর।

যে ঘরেতে, শৈশব থেকে কৈশোর এল
যৌবনের খোঁজে অনেক গেল।
বারবার শুধু বারবার
রইলো, শূন্যতা আর হাহাকার।

মাঝবয়েসী হারিয়ে খোঁজে,
ব্যথার গহীনে, নির্জন দেহে।
লাশের মিছিল বেড়েই চলে, দিন কিবা রাত
ধোঁয়াশার মাঝে তাই বিপ্লব বেহাত।

লাশের মিছিল শেষের সাঁঝে
নীলাভের  আগমনী গান বাজে।
স্রোতের  গর্জন সেথা  নিরন্তর
নিস্তব্ধ আলিংগন আর আমি মুখোমুখি,  আর এক অচিন লাশকাটা ঘর।