হীন মাঝে, কোন সাঁঝে
পক্ষিরাজ দস্যি সাজে,
নিশিঘেরা ধ্যানে-মনে
রীতি প্রথার কলতানে।
বায়ুথলী আভারনে
জ্বলেপুড়ে ছাই পণে,
তিলক আঁকা ললাট পানে
কৃষ্ণ লীলা -সংগোপনে।
দীগন্তচেরা অরুণ তাম্রাভ
ব্যধিগ্রস্থে নিষ্প্রভ,
নিলিপ্ত উচ্চারণ আগন্তুকের
সর্প দংশনে নীলাভ রক্ত-মাহুতের।
চক্রে-বক্র যমুনা চিরযৌবনময়
সুধাময়ীর প্রবঞ্চনা, নিত্য লাস্যময়,
বহে নিরবধি- একাকী প্রচ্ছন্নতায়
চিরন্তন, অবিনাশী উন্মত্ততায়।