নদীগুলো হিংস্র বড্ড
কেড়ে নিচ্ছে মাটি যত্র তত্র
কিষাণের জমি, বৃদ্ধার সম্বল
সর্বনাশায় বিলীন সকল।

নির্বাক চাহনি, বিমূঢ় নির্বিকার
মানুষ ডাকিছে শুধু
আল্লা,ভগবান,
নিরাকার-সাকার।

নদী গর্ভে সমাপ্তি স্বপ্নের
শৌখিন যত দিন যাপনের।
বদলায় গতিপথ, নব মানচিত্র
হারায় কত শত মিত্র!

নতুন ঠিকানায় দিতে হবে পাড়ি
নতুন খুঁটি খুঁজি- উঠবে মাটি ফাঁড়ি
আবারো অপেক্ষা আরেকটি ভাংগনের
নিঃস্ব,সম্বলহীন যত আধ-মরাগণের!