তুমি নিষ্পাপ হে আগামীর বাহক
তুমি ঘুমাও নিশ্চিন্তে।
কি সহজ তোমার চাহনি;
নেই কোন ছলা-কলা, পলকের অন্তে।
তোমার কচি হাতে নেই ব্যস্ততার রেখা
অন্তরে নেই কদর্যের ধারাপাত।
আছে ভালবাসার অফুরান হাসি;
তাতেই করো বাজিমাত।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.