সময়ের নিরন্তরতার অন্তে
কন্টকাকীর্ণ পথের অধিক্রমণে
ক্ষুদ্রাতিক্ষুদ্র পরমাণুসম আহ্লাদদের মিছিলে,আক্রমণ-প্রতিআক্রমণে,
আমি দেখতে পাই এক নতুন সকাল।
নব্য সকালের ঊষা লগ্নে
নতুন স্বপনের বিচ্ছেদের বিরহে
দাবানলের মত
অজস্র হস্তসদৃশ থাবার
তাড়া করে মোরে,পিছু টানে সে যে
কতবার বেঁচে গেছি- বার বার।
এইবার, শেষবার।
অহেতুক ভয়ে,আধি-জাগরণে
নিজের সাথে নিজের যুদ্ধ, পরিতাপ শেষে, খেলে যাই হেসে।
শেষ বেলায় তবে
কিছু আছে কি বাকি
রক্ত-মাংস পিপাসুদের চাহনি
কত ক্ষোভ,জমানো ইতি কথা খানি।
নিশ্চল ছোবল, কন্ঠে আকুতি
বিচ্ছিন্ন -ছিন্নমূল শুকনো পাতার ন্যায়
ফুরিয়ে এসেছে সময়, ক্ষণকাল বাকি
আমি মৃত্যুপথ যাত্রী;
ক্ষণকাল যার বাকি।
শেষ বিন্দুতে মিলিব তাহার সাথে
পাইব তব দেখায়
মুক্তি মিলিবে প্রাণ-সখার
মাঝে সর্বহারায়!