ছুটছে মানুষ তেপান্তরে
দেশ হতে দেশ
দেশান্তরে।

ঝিলিক চোখের বন্দরে
তাই লক্ষ আশা
অন্তরে।

একদিন হবেই
আসবে বিজয়, মাথা উঁচু
রবেই।

আমরা মানুষ ভেদ ভুলে যাই
কভু না কভু, মায়ার বাঁধনে
জড়াই।