চোখ দিয়ে যা যায় না দেখা
মন দিয়ে তা যায়,
নানান রঙের পাখ-পাখালি
শুধু আসে যায়।
মনের চোখের ছোট্ট জালে
সবই পড়ে ধরা,
হোক না সে মস্ত আকাশ
নতুবা অণুর কণা।
মন পিঞ্জরে বাঁধা আছে
ইচ্ছেঘুড়ির ডানা,
ঝাঁপ্টে সে পাড়ি দিবে
নেই ত কোন মানা।
মন প্রেয়সীর ঠিকানা যে
অথৈ তাতে জল,
খেলে আকাশ-জল -বাতাস
হৃদয় টলোমল।