প্রস্তরীভূত আঙ্গুলের ভষ্ম হতে
কারা আজ উঁকিদিয়ে দেখছে -এ বিশ্বকে?
দিকে দিকে বেহাল দশা, মর্ত্যে বহুবিভাজন
চারুলতার ছন্দ পতন, হারিয়েছে যেন সব আয়োজন।
কিঞ্চিৎ মৃদুমন্দ হাওয়ায়, নড়বড়ে শহুরে বাঁধন,
বাঁচার আকুল আকুতি নিয়ে, মৃতপ্রায়ের যাপন!
হাহাকার, মায়াজাল ছিঁড়ে চলছে মহাপ্রলাপ
নিত্যকার জীবনের চালচিত্রে, পাপ,পাপ আর পাপ!
শ্রবণশক্তি লোপ, প্রকৃতির বিলাপ, দৈব আশা নিঃশেষ;
ঠুকরে খাচ্ছে কাকের দল, ধরে যোগীর ছদ্মবেশ।
আঁধারে,অনাহারে চলছে, ক্লেশকর জরা
বৃদ্ধ উঠানে বসে বিড়বিড়ায়, অপ্রাপ্তি চোক্ষে ভরা।
আকাশে ঘন্টার ধ্বনি, পাতালে মৃত্যুপুরী,
দুর্ভিক্ষের সরীসৃপের মন্ত্র আর মিথ্যার ফুলঝুরি ;
সদাচেতন, অবচেতন আজ, খুঁজে ফেরে মহাপ্রলয়
সেদিনের বেশি দেরী নাই বুঝি, মন মনরে কয়।
হস্তনির্মিত পংকিলতা, হিংসে-জিঘাংসা সবে,
সেইদিন হবে অগ্নিদাহ, অগ্নিদেব চাইবে যবে।
কুন্ডলী পাকানো, নিকৃষ্টতর স্থানের দিকে শৃঙ্খলাবৃত হবে সব অপ-দুরাচারী হৃদয় -
পবিত্র আত্মা নিয়ে আবার হবে -মানবের জয়।