গেঁথেছি পুষ্প মাল্য
একটি একটি করে,
পরাব তোমার গলায়
প্রাণ ভরে, অতি আদরে।
তুমি বলেছিলে লাল গোলাপ
ভালবাসো। তাই এনেছি
তোমার তরে, গেঁথেছি মমতাভরে,
অনুভবে মিশে গেছি।
মনে প্রাণে চাইছি সময়
দু'জনে কিছুটা একান্তই।
হোক যত বিলম্বই
কারনে বা অকারনেই।