খোলসে খোলসে রঙ
পাল্টানোর খেলায় মাতো
মিথ্যে আর অহংকারের
আশ্বাসের ফুলঝুরি যত!
প্রদাহের জীবন,তাতে তিক্ত ক্ষত
বাসা বেঁধেছে হাজারো কীটানু তাতে
চিরকুটে লেখা বিদায়ের সুর যত
আজ ব্রমাস্ত্র পেয়েছি হাতে!
খোলসের ভাঁজে ভাঁজে
হাজারো খোলস তাতে
দেখা শেষ!
অনিশ্চিয়তার ছাপ রেখা স্পষ্ট
চাতকের ন্যায় অসহায় -অদৃষ্ট!