কালে কালে ক্ষয়ে যাওয়া ইমারত
ঠায় দাঁড়িয়ে।
অসংখ্য শীতের সকালের নীরব সাক্ষী।
কত পাল,সেন,মৌর্য, সহজিয়া গেল
কত বুভুক্ষু ইংরেজ, লস্কর, সৈন্য-সামন্ত গেল
কত রক্ত, উন্মাদনা, ত্যাগ-নির্যাস গত হল
কত শত নীরবতার কালের সাক্ষী
কতগুলো বয়সী বিটপীশ্রেনী।
আজও ঠায় দাঁড়িয়ে।
কুয়াশাচ্ছন্ন ভোরে-ওরা আজও দাঁড়িয়ে।
দু'শো বছরের পট পরিক্রমায়
বায়ু বদলের প্রচ্ছন্নতায়
কেটে গেল শূন্যতায়
পালা বদলের স্রোতের নীরব সাক্ষী,
কতগুলো ইট-পাথরের রাজপথ,
আজও ঠায় দাঁড়িয়ে।
চায়ের দোকানের পাশের সেই অশ্বত্থের পত্র পল্লব
বাতাসে অনুরন তোলে- চায়ের পেয়ালায়,
টুং টাং শব্দ - মোহিত।
সাক্ষী কালের, বখে যাওয়া সময়-স্রোতের
লক্ষ মতের, পথের, যুক্তির
অভিব্যাক্তির।
এভাবেই সমাপ্তি,  এভাবেই রচিত "পথ মুক্তির"।

**********---------*********