মুহূর্তের অগোচরে লুকিয়ে অতীত
তাতে অব্যক্ত হাহাকারের ঝংকার
মুহূর্মুহু চাপা কন্ঠস্বরের প্রতিধ্বনি
প্রতিফলিত হয় বারংবার।
পটে বয়ে যায় কাল ক্ষুব্ধ স্রোতস্বিনীর ন্যায়
আছড়ে পড়ে ঢেউ সময়ের দু কূলের গায়
দূর হতে ভেসে আসে ভবিষ্যতের গর্জন
তাতে বর্তমান - শংকায়।