তারার সাথে বন্ধুত্ব, ঘুচেছে একাকীত্ব,
নিশাদলের সাথে আমার মিলেছে অবুঝ চিত্ত।
উদয়াস্ত উল্লাস দেখি জীবনেরই চিত্র,
বুক চিতিয়ে যাচ্ছে কত নয়নও বিচিত্র।
ধোঁয়াশার মাঝে কিছু ফিকে মুখ, দেখি স্পষ্ট,
রাত পেরোলে ট্রাকের ছাদে, চোখ খোলে অস্পষ্ট
দেহ ঘড়ি চলছে অবিরাম, সকাল-সন্ধ্যা-নিরন্ত,
যুবা-বুড়া ঘুরছে যেন -কিসের কি যে মন্ত।
কয়েকটি কাগজ -চকচকা,অর্থহীন সব কালান্তে,
ভাবছি তারার পানে চেয়ে হয়ত অজান্তে।