জনপদগুলো আজ শুণ্য,
জনমানবহীন, নেই সেই প্রাচীন কোলাহল
আর তাদের গুঞ্জনের আবহ।
কালের বিবর্তনে সবাই সে পুরোনো
বটবৃক্ষের শিকড়ের ন্যায়, মৃত-আহত।
বংশধরেদের দাপটে আজ মাটি কাঁপে,
মৃত্তিকারা ওদের জন্য কাঁদে না
পত্র-পল্লবেরা ওদের জন্য গান করে না
ইট-পাথরেরা ওদের জন্য অপেক্ষা করে না
কিন্ত যারা গত হয়েছে-তাদের কথা ভিন্ন।
আভিজাত্য আর লৌকিকতা সব গ্রাস করলেও
পারেনি ইট-কাঠেদের মৌনতা ম্লান করতে।
পারেনি প্রতিধ্বনিদের তাচ্ছিল্য করতে
গত হয়ে যাওয়ারা আর ফিরবে না
বংশধরেদের হাতে অবনীদের মৃত্যু হবে।
কিন্ত ইট-কাঠ আর বট গাছটার শিকড় আমৃত্যু টিকে থাকবে, জীবনের জয় হবে।