বাপ ছিল মুচি,মেথর আর পাইক- পেয়াদা
ছেলে হঠাৎ বনে গেল উলুবনের রাজা!
ওরে তোরা আনন্দের বাদ্য বাজা!
লুট হবে ভাই! লুট হবে!
ছক হচ্ছে কষা!!
পাব্লিকের সম্পদ, হবে মহা লুন্ঠন
ছেয়ে যাবে সর্বত্র ওদের পোষা মশা!
কামড়ে কামড়ে রক্তচোষা!
ছোটলোকের এই দেশে,ঘটে কত রটনা
হরিলুট সাধারন -মামুলি ঘটনা।
রক্ষক ভক্ষক, ধন-দৌলত
যত পারো টানো-আনো,যা পারো করো
দিতে হবে না কোন কৈফিয়ত!
বস্তাপচা সার, কয়লা গায়েব আর ব্যাংক লোপাট!!!
হাজারো যুক্তি,খোঁজে মহা উক্তি
যেন দুর্গন্ধ এর মাঝে মিলিবে মুক্তি!
পঁচে গলে গেছে যারা-
হয়েছেযে কর্নধার, গড়ছে
উঁচু উঁচু পাহাড় টাকার!
খোদা যেন সেই গোরে, মিশে দেয় তোগে
মেলে যেন মৃত পশু আর রক্ত আহার!
যত লোভী,পাপী আর দুষ্টের দল
নষ্টদের উপর হোক না প্রবল।
সবখানে চাটুকার -হালুয়া-রুটির লোভ
কুকুরের খাবার কাড়া নিদারুণ ক্ষোভ!
অরাজকতা আর সমস্যা জর্জরিত
হাজারো কষ্ট সাথে কান্না জড়িত!
আমার দেশ, সোনার বাংলায়
করেছিস ধর্ষণ তারে বারবার
ফেলেছিল তারে জংলায়।
আগামীর সম্ভাবনাদের করছিস শেষ
সামান্য আহারের আশায়
নিজেকে বিকিয়ে দিচ্ছিস প্রতিবার
ছোটলোক, আধমরাই রয়ে গেলি দিনশেষে
বিবেকের দাফন দিলি তোদের নোংরা হাতে
তোরা আজ মরে যা, আত্মাহুতি দে
তাতেই,
এই ধরনীর বোঝা হালকা হবে যে!!!