অহর্নিশি কানে বাজে
কার যেন নুপুর-ধব্বনি
অবেলায় কার তবলা বাদ্য
আর মৃন্ময়ীদের ঝরা কাব্য।

আধোয়ালোর পক্ষাঘাতে
রঙ সব ফিকে দেয়ালের পাতে
ছিদ্রান্বেষণে হর্ষ বিপুল
অতীত পাই স্বর্ণ মুকুল।

দোষ কাল না বিশেষ্য
অবতারনায় নেই সে দৃশ্য
শুধু শুন্য লম্পট হাসি
নিরবতার চাইছি আজ ফাঁসি।

সোনার যুগ যে পিছে
ডাকিব না তারে মিছে
আজও ঝাঁজ বাজে নাসারন্ধ্রে
মৃতপ্রায় লাশ, চারদিক বারুদগন্ধে!

_******************_