হারতে আমি শিখিনি!
নতুন করে কোন কিছু দেখিনি বা ভাবিনি
মান-অভিমানের খেলায়
আমিই শেষ। জিতেছি বার বার।
অনিঃশেষেও আমিই জয়ী।
আমি কেবল আমাতেই ব্যাপিত
আমি আমি আমি কেবল আমিই রত।
তোমার ছায়াও আমাকে ভাবায় না
আমি সর্ব বাধামুক্ত! আমিই নীলাদ্রী!
হারতে আমি শিখিনি!

আমি তপ্ত রোদে পুড়তে রাজি!!
আমি নিজেকে নিয়েই ধরেছি বাজি!!
আমি আমাতেই প্রলংকারী!!
আমি সর্বযোগে আঘাতকারী!!
আমি হাজার প্রেতের হত্যাকারী!!
আমি দুঃখহীন আহাজারি!!
আমিই  নীলাদ্রী!
হার - আমার অভিধানেই নেই।
আমিই নীলাদ্রী!