তাল গোল, হই-হোল,
সবখানি গোলামোল।
কান নেছে লাল চিল,
খুঁজি ফিরি গোজাঁমিল!

উলটা পালটা,
উঠে গেছে চল্টা।
রঙ করি নতুন করি,
আহা কি রূপ, মরি মরি!

জেলে গেছে নিদ্রা,
চোখ ঢুলু ঢুলু।
নেই ঘরে আগুন তাই,
জ্বলে না'ক চুলু!

বাহারি দুনিয়ার ঝাপ্সা আলো,
চিকচিক, তাতে মারো জোরে ঢিল।
রংচটা দেহে সব ছেড়ে-ছুঁড়ে পালায়,
দিয়ে গোঁজামিল!

★-----------★---------★---------★