এই শহরের বালুচরে, শত লুকোচুরি খেলি,
মোহে আচ্ছন্ন হয়ে, সফেদ বালুরাশি দেখি।
চিকচিক করে তাতে জীবন
আজ নেই কোন প্রয়োজন ||
গম্ভীর আকাশের আবীর, শত রঙের মেলা দেখি,
উড়ে চলে বিহগ যত, ভ্রমে শুধু চেয়ে থাকি।
চিকচিক করে তাতে জীবন
আজ নেই কোন প্রয়োজন ||
অলস দুপুরের কাব্যিক সুর, অযথা কথা লিখি,
কালির শত্রু যেন কাগজ, উদাস বসে দেখি।
চিকচিক করে তাতে জীবন
আজ নেই কোন প্রয়োজন ||
দেনা-পাওনার হিসাব রয় পড়ে, মিছে আশায় বুক বাঁধি,
এক চিলতে রাজ্য, মেঘের আড়ালেও রাখি।
চিকচিক করে তাতে জীবন
আজ নেই কোন প্রয়োজন ||