আজ ক্লেদাক্ত শরীর নিয়ে তোমার দ্বারে
আমি।
জানি ফিরিয়ে দেবে আমায়, চাহনিতে
তোমার লেখা।
চাচ্ছি একটু সময়, দূর হতে দেখব তোমায়
অন্ধ এই দু'চোখে।
তীব্রতার আলিঙ্গন উপেক্ষা করে
মায়ার বাঁধন ত্যাগ করে
শত মৃত্তিকাভেদ করে
পরগাছাদের অভিশাপ শিরে নিয়ে
উজান গঙ্গায় নিজেকে সঁপে দিয়ে
আজ এসেছি...
এসেছি বেহালা হাতে...
একটি কালো গোলাপ নিয়ে।
তোমায় দেব বলে।
গোলাপ কালো নাকি লাল...
আমি দেখিনা।
আমি আজ অন্ধ...
ভালোবাসায় অন্ধ হলাম
দু'চোখ অন্ধ আমার
বন্ধ দুয়ার.. তোমার!