এক আকাশের দিকে তাকিয়ে
তার গভীরতা কি মাপা যায়?
তার প্রসারতা কি দেখা যায়?
অন্তরাত্মা কাঁপলেই অনুভবে বোঝা যায়-
তার আগমনী বার্তা পৌঁছায়।
নিগূঢ় ভালোবাসা -
নয়ত তীব্র ঘৃনা।
এই মিলে 'তিনি' র সমাবেশ।
অপার্থিব, মোহাচ্ছন্ন আবেশ।