এই ত গত বরশায়ও এই নদীতে
প্রচুর মাছ পাওয়া যাইত।
জেলের দল সকাল থিক্কা গভীর রাইত পর্যন্ত
মাছ ধইরত। মাছ ধইরত আর গান করত।
আহা! কি দিন আছিলো!
আমি হালায় ওহন আর নড়তে-চড়তে পারি না
সারাদিন এই ভাংগা টিনের ছাউনির মইধ্যে
পইড়া থাকি।
আমার পুরানা জাল খানের দিক চায়া থাকি।
এই জাল দিয়াই সারাজীবন আমি মাছ ধরছি।
এই পদ্মার বুক চীরা চইলা গ্যাছে আমার নাও।
আহা!কি দিন আছিলো!
রহিমুদ্দি,হাশেইম্যা, কাশেইম্যা আর আমি
দিন রাইত আমরা হাঁঁক দিতাম আর মাছ ধরতাম।
বড়,ছোট,মাঝারি,রুপালী-কত কি মাছ!
বিড়ি ধরাইতাম আর আমাগো নাও বইয়া চলত
এই নদীর লাইগা ওহনও রাইতে ছট-ফট করি
বুক ফাইটা কান্দন আহে ।

সবাই আমারে 'পাগল' কয়।
তাই আমারে শিকল দিয়া বাইন্ধা রাখছে।
আমি ত পাগল না। নদী আমারে টানে।
গত বৈশাখে আমার মাইয়াডা মইরা গেল।
আমি ধইরা রাখতে পারলাম না। মাইয়া আমার বড় আদরের আছিল। অর কপাল খুলে নাই।
আমি গরীব জেলে । আমি এত টাকা যৌতুক কই পামু? মাইয়া আমার চইলা গেল পরপারে।
এর পর থেইকা ওরা আমারে "পাগল" কয়!
আমি কই, তোমরা আমারে ছাইড়া দেও!
আমি পাগল না।
আমি নদীতে যামু। মাছ ধরমু।
আমার নদীরে আমি দেখতে চাই।
একবার দেখমু।
আমি আবার জাল ফেলমু,ইলিশ ধরমু।
ঝাঁকে,ঝাঁকে ইলিশ।
আহা! কি দিন আছিলো!
আমি আবার ঝড়ের রাইতে যাইতে চাই-
পদ্মার পাগলা ঢেঊ আমারে টানে।
আমি সবাইরে কই"আমারে তোমরা ছাইড়া দেও"!
আমি আমার পদ্মার কাছে যামু।
পদ্মারে আমি অনেক ভালবাসি।
এই নদীর নামের লগে মিলাইয়া আমার মাইয়ার নামও রাখছিলাম 'পদ্মা'
আমি আমার পদ্মার কাছে যামু!
আমারে তোমরা পদ্মার কাছে দিয়া আসো!