যখন তোমার সময় হবে
আমার সাথে দেখা করতে এসো
আমি তখনো অধীর আগ্রহে অপেক্ষা করব
নীলাদ্রী।
তুমি সেই পুরোনো ডাইরীর ছেঁড়া পাতাটি
সাথে নিয়ে এসো পারলে
অবশ্য তা তোমার সাথে থাকার কথা না।
আমি জানি।
কোন একদিন কৃষ্ণচূড়ার ফুলের ন্যায়
আমার কাছে চেয়েছিলে
তার রঙ, চেয়েছিলে তার ঘ্রাণ।
আমি দিতে পারিনি কিছুই
তবে চেষ্টা করেছি আপ্রাণ।
আজ নীলাদ্রী তুমি এক থেকে বহুতে
আমি একেলা সেই কৃষ্ণচূড়ার ধারে
ঠায় দাঁড়িয়ে।
প্রতীক্ষায় তোমার আগমনের।
তুমি আসবে না জানি
তবুও বেধেঁছি বুকে শত আশা
রুক্ষ হওয়া কল্পনাতীত ভালোবাসা।