বয়স বেড়েছে, পেকেছে তোমার চুল-দাড়ি
তবু কমেনি চশমার আড়ালে লুকোনো
চোখের ধারখানি!
হিসেবে তুমি ছিলে বড্ড কাঁচা,
নিজ হাতে তোমায় শিখিয়েছিলাম কৌশল
আজও তুমি চঞ্চল, তরতাজা!
তোমার কুটচালে বার বার সব ধরাশায়ী
ছকে ফেলে দাও যারে তারে, নিয়ে যাও শেষধারে,
নির্বিকার, স্বভাবে ভদ্রেরা পরাজয়ী!
কষতে থাকো অবিরত ছলা-কলা
খেলতে খেলতে অক্লান্ত তুমি, কিন্তু
পর্যুদস্ত এই আমি, আমরা- কত সত্য যে না বলা!
ধূর্ত শিয়াল তুমি সদা হুশিয়ার,
কতক মিথ্যা-সত্যেরূপ মুখরোচক জঞ্জাল
এই তোমার হাতিয়ার!
জেনে রেখো পতন নয় খুব দূর বেশি,
সেই গর্তেই তোমার শেষ!
যা একদিন খুঁড়েছিলে তুমি, হয়ে শিয়াল ছদ্মবেশী!