ধারাপাত
অরাজকতা অন্তরে প্রবাহমান
দু'ধারে অজস্র মানুষের আনাগোনা;
অপরিচিত, অপরাধ বিস্তৃত।
নৈরাশ্যবাদ পরিভ্রমণরত
সদা দূরালাপনে, অদৃশ্যে প্রতিহত।
বৃদ্ধের শুভ্র কেশ ক্ষুব্ধ, তারুন্যে রুষ্ট
অবিশ্বাসী, সন্দিহান - তাচ্ছিল্যে মোহাবিষ্ট।
তবুও অন্তরে আনন্দ ক্ষীণ
আশার দোলাচলে, জীবন প্রবাহে
ধারাপাতের জীবন, নিশ্চিন্তে।