ওরে আমার নগ্ন ছুঁচো,
তুই আবার এলি গর্ত ছেড়ে!
এদিক ওদিক তাকিয়ে যে তুই
নিচ্ছিস সব ত্রাণ কেড়ে!
নগ্ন ছুঁচোর দল রে তোরা,
কেড়ে নিচ্ছিস অসহায়ের সম্বল!
তোরা মরিস না ক্যান? -তাই বুঝি না
হয়ে ভীষণ অম্বল!
পরের ধনে পোদ্দারী স্বভাব,
তোগের যাবে না কোন কালে!
এইবার উশুল করতেই হবে
সব দেনা পাওনা কূট চালে!
গম হোক কিবা টিন-চালের বাহার,
অই দিক তোদের রয় খেয়াল!
রাত্রি হলেই জনগনের সিঁধ কাটিস তোরা
নয় রে চুনোমাছ, তোরা রুই-কাতলা-বোয়াল।
বোয়াল ধরতে ছিপ নয়,
লাগবে কারেন্ট জাল!
বুঝে গেছে প্রশাসন
এবার কি হবে তোদের হাল!
কালোবাজারি, চোরাকারবারি,
এই বার তোরা শেষ!
ইয়া নফসি! ইয়া নফসি!
মার হবে জম্পেশ!
পুলিশ, আর্মি, জন প্রশাসন,
সবাই আছে মাঠে-ঘাটে, ওরা সব পারে!
ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হলেই
গারদ চালান হবে গণ হারে।
সময় থাকতে ভাল হয়ে যা,
গরীবকে বাঁচতে দে!
নয়ত পুড়ে ছারখার হবি
রাষ্ট্রযন্ত্রের আঘাতে।