আমার সব আছে,
শুধু অশ্রু চেয়ো না।
অন্যের ধার করা এক ফোঁটা অশ্রু
আমার সম্বল,তাকে মুছে ফেলো না।

কাঁদতে আমি ভুলেছি
শোকে আর পাথর হইনা।
শেষ কবে কেঁদেছি,মনে পড়ে না।
তুমি বিশ্বাস করবে না জানি-
নীলাদ্রী!
তুমিও ত আমারই মত
আমরা একই দেহে দু'টি সত্তা
একটি নীলাদ্রী, একটি আমি!
তুমি প্রবল, সংক্ষুব্ধ
আমি অমায়িক, বৃদ্ধ!

তুমি লৌহ-মানব, দূর্বার
অসম্ভবকে কর সম্ভব-হাজার বার!
জাহাজের মাস্তুলে প্রবল তুফান ঝড়েও
তুমি যেন নির্বিকার!

আমি পথ হারাই ক্ষণে ক্ষণে
পরিতাপে, অরন্য রোদনে!
তোমার এই সত্তা তোমাকে ভয় পায়
পথ খোঁজে তাই কাব্য বোধনে!

নীলাদ্রী -তুমি
তোমার কিছুটা অভয় আমাকে দিও
আমি নি;স্ব, ভয়ার্ত-অযাচিত কারনে,
তোমাতেই আমি নিমগ্ন হব
শত 'আমি'র অবারিত চারনে!