সত্যিই বড় বিচিত্র দেখি
ছানাবড়া চোখ।
নিজেকে যত পারা যায় দেয়া
অপরের "সুখ" মোটেই যায় না দেখা!
অন্যের ভালোয় সর্বাংগ জ্বলে
পুড়ে টুড়ে অংগার,
সহ্যের সীমা পার,
অযথাই হুংকার!
পরশ্রীকাতর মন, সারাক্ষণ
দোটানায় থাকে, তাতে আর কি!
শ্রী-হীন বেজার, মুখ গোমড়া
হোক না যত বড় হোমড়া কি চোমড়া!
বিচিত্র দেয়াল, বাহারী ভেল্কিবাজি
মাটির দেহে আঁকা অসুরের উল্কি
পালাবদলে সুখ আছে যে-কি!
সত্যিই বড় বিচিত্র দেখি!
★★★★★★★★★★