আমি-তুই,তুই-আমি।
বন্ধু- একথাই জানি
শুনি বেশি, বুঝি কম
বন্ধুই -বন্ধুর দম।

চায়ের পেয়ালাতে বন্ধুরা,
গড়ে কল্পনা, হোক কি যুবা-বুড়া!
হেপবার্ন থেকে হালের কেটি পেরি
ছাড়া পায় না কেউ,গল্প জমে ভুরি ভুরি।

ইতিহাস, রাজনীতি থেকে প্রাগৈতিহাসিক
আছে বিজ্ঞান, দর্শন, যুক্তির গল্প- অলীক
তর্কা-তর্কি, আলোচনা আর সমালোচনা
ফুরোচ্ছে সময়, বাড়ছে যাতনা।

দিনশেষেও একদল বন্ধুর দেখা
হোক না সে কৃত্রিম - মুখবইয়ে লেখা।
লেখা পড়ে, ছবি দেখে কত ভক্ত-অন্ধ
সত্যিকারের বন্ধুত্বের দুয়ার কি তবে হচ্ছে বন্ধ?