দিকে দিকে আজ একি শুনি,
কোটিপতি হবার লুপ্ত বানী!
গুপ্ত ইচ্ছে, ধরা দিচ্ছে শুধু,
করে চৌর্যবৃত্তি আর মানহানি!
আহা! থাক না ওসব। বলে লাভ কি?
স্বল্প বসনা, যত রং মাখিয়ের দল,
সং সেজে থাকা মাকড়সার জাল!
প্রবচনে মাতোয়ারা সস্তা হস্তীর পাল,
বার বার ছিঁড়ে পালাল সে জাল!
আহা! থাক না ওসব। বলে লাভ কি?
ফ্যাশন-ভূষণে, মাতে উল্লাসে অই,
নগ্ন নৃত্যরত কীট, দামী রেস্তোরায় যেই!
তারই নীচে দেখ স্থির চোখী জননী সেই,
কোলে নিয়ে, দেখ উচ্ছিষ্ট কুড়ায়!
আহা! থাক না ওসব। বলে লাভ কি?
কান্না কুড়ানির দল রেলপথে ঘুমায়,
আর ফুল গুলো খোঁজে মৃত শৈশব!
পাথর ভেংগে চলছে যাদের জীবন গাড়ি,
সেই পাথরেই তাদের একমাত্র বাড়ি!
আহা! থাক না ওসব। বলে লাভ কি?
ভোরের পাখিদের কিচির মিচির,
আধো আলোয় খেলা করা বিচিত্র আকাশ!
সাক্ষী নিরব হয়ে যাওয়া রাতের পাপের,
সহস্র উদগিরণের, করুণ মুক্তির,পরিতাপের।
আহা!থাকনা ওসব। বলে লাভ কি?
লাভ-ক্ষতির হিসেব আজ ক্ষীণ,
জীবন হয়েছে সংখ্যার সমার্থক!
তবে তাই হোক তীরে জাগুক প্লাবন,
কথাগুলো একটিও নয় --- নিরর্থক!
আহা! আজ থাকনা ওসব। বলে লাভ কি?