ভেতরে এক,বাহিরে দুই
তার বাইরে তিন, চার,পাঁচ যুতসই
কেবল বহুরুপীই।
পাঠোদ্ধারে মেলে কেবল পাশ-ছাই!
অলীক বিদেশ-বিভূঁই!
মিথ্যে অন্ধ বিশ্বাস, গড়ায় চুই চুই!
অবাক তাকিয়ে রই!
মেকী যাতনা, শ্রদ্ধার যত বই
দিনান্তে কর্পূরের ন্যায় উড়াই।
বিকৃতের উতসর্গ, নগ্ন চেয়ে রই।
উর্ধাকাশে হাসাহাসি শুনতে পাই
সুন্দরের পাদ-প্রদীপ নিভু নিভু তাই।
শেষ বিকেলে 'অযাচিত' বলে যাই।
সেকেলেরা হারানো গিয়াছে কাছেই
কিছুকাল আগেই।
স্বেচ্ছাচারীরা এবারো প্রথমেই
বহুরূপীদের ভীড়ের মাঝেই শব্দ খুঁজে পাই
কাব্যমালায় তাই - আক্ষেপের সুর তুলে যাই।