খাচ্চি বেশ, আনন্দ নিয়ে,
এদিক থেকে, ওদিক দিয়ে,
বাঁশ হবে ভাই! বাঁশ হবে!
কাঁচা পাঁকা বাঁশ হবে।
আহার, প্রহার সবই হবে
দিবা রাত্র যবে তবে,
চাহিবা মাত্রই হবে
কথা দিচ্ছি -হবেই হবে।
বিনামূল্যের একটি জিনিস
বাঁশ হবে ভাই, বাঁশ হবে।
বাজার, গরম, জীবন, মরণ
বাঁশ তোলে তাই আলোড়ন।
খাচ্চি ত খাচ্চিই,
পচা বাঁশ-কাচ্চিই!
বাঁশ মেরেছে জীবন সোনার
ফুরিয়েছে বাঁশের গল্প বলার।