এলো এলো বছর ঘুরে
রমজানের অই ঈদ,
দেখ ছুটছে মানুষ বাড়ির পানে
ছুটছে দিগবিদিক!

এত বাঁধা,বিপত্তি
অগ্রাহ্য  করে সব,
ছুটছে মানুষ নাড়ীর টানে
উঠেছে- বাড়ি যাওয়ার রব।

দল বলে সব শহর ছাড়ে
যাবই যাব বাড়ি,
পিঠে গাট্টি, মাথায় পট্টি
হাতে মধুর হাড়ি!

করনারে মানি না'রে
বলতে কিছু নাই,
সবই নাকি কারসাজি
আর সরকারের ধানাই!

বাস চলে না রাস্তাতে
তবুও থামি নাই,
একটু একটু করে মোরা
সামনেতে আগাই।

এত মানুষ,লোক- লস্কর
চলে গাদাগাদি,
তবুও মুখ বেজার করে
খিলখিলিয়ে  হাসি।

দূরদুরান্তে যাবে রে
বাড়িতে ওরে,
মা-বাপ সব কইছে
ঈদটা কইরে যা'রে!

মানে না কেউ লকডাউন
জীবন আগে না জীবিকা,
এই হিসাবের অংক কষেই
রাত্রি বাজে বারোটা!

সাত সমুদ্র তেরো নদী
পাড়ি দেব রে,
বাড়ি আমি -যাবই যাব
রুখবে কে মোরে?

কিছু যদি পথে হয়
যা খুশি হোক রে,
মারা গেলে লাশটা মোর
বাড়ি নিও রে।

যাবই যাব,বাড়ি আমি
থামাতে পারবে না,
পারলে লেখো  আমার নামে
মৃত্যু পরোয়ানা।

**********